নড়াইলর লোহাগড়া উপজেলার যুবলীগ নেতা পলাশকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা যুবলীগ। এ সময় হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন তারা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে লোহাগড়া থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আশরাফুল আলম, যুবলীগ নেতা মোস্তফা কামাল লিওয়, ফরিদ, কাঞ্চন, তরিকুল, ছাত্রলীগ নেতা দিদার, ইমদাদ, শরিফুল, তপু, আবদুল্লাহসহ প্রমুখ।