Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বইয়ের গোডাউনে কর্মচারীর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন 

খুলনা প্রতিনিধি

বইয়ের গোডাউনে কর্মচারীর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন 

খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

নিহত রফিকুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবৎ ডেলিভারিম্যানের কাজ করতেন। 

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গলায় দড়ি বেঁধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের আটক ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এই খুনে দুজন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে খুনের রহস্য উন্মোচন করা হবে।

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা

‘বন্দুকযুদ্ধের’ নামে ব্যবসায়ীকে হত্যা: সাতক্ষীরার সাবেক এসপিসহ ৭ জনের নামে মামলা

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ৩ দিন পর থানায় মামলা, আসামি অজ্ঞাত

বিএনপির দিকে দেশবাসী তাকিয়ে আছে: তারেক রহমান

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ১