খুলনার পাইকগাছায় ইয়াবাসহ বাবুল বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ২৮টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সনজিত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিলেমানপুর গ্রামের আজিজ সরদারের বাড়ির পাশ থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় বাবুল বিশ্বাসকে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।