হোম > সারা দেশ > খুলনা

বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুজ্জামান খান শিমুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, কিছু নেতার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, তাঁরা ক্ষমতায় চলে এসেছেন। অথচ ক্ষমতায় যেতে অনেক পথ পাড়ি দিতে হবে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনসংলগ্ন খেলার মাঠের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘বিএনপি নেতাদের গায়ে গরম ভাব চলে এসেছে, তারা মানুষকে মানুষ মনে করছে না। দেখলে মনে হচ্ছে, আমরা ক্ষমতায় চলে এসেছি। মক্কা অনেক দূর, একলাফে যাওয়া যায় না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘কোটচাঁদপুরের মাটি সোনার মাটি। এ মাটিতে যে বীজ বপন করা হয়, সেটাই ভালো উৎপাদন হয়। এ কারণে সামনের দিন কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্য রেখে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। আমরা দায়িত্ব পেলে এই এলাকায় কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে।’

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ।

কর্মিসভা সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার