Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুজ্জামান খান শিমুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা-কর্মীদের ভাবে মনে হয় ক্ষমতায় চলে এসেছি, মক্কা অনেক দূর: আমিরুজ্জামান শিমুল

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, কিছু নেতার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, তাঁরা ক্ষমতায় চলে এসেছেন। অথচ ক্ষমতায় যেতে অনেক পথ পাড়ি দিতে হবে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনসংলগ্ন খেলার মাঠের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘বিএনপি নেতাদের গায়ে গরম ভাব চলে এসেছে, তারা মানুষকে মানুষ মনে করছে না। দেখলে মনে হচ্ছে, আমরা ক্ষমতায় চলে এসেছি। মক্কা অনেক দূর, একলাফে যাওয়া যায় না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘কোটচাঁদপুরের মাটি সোনার মাটি। এ মাটিতে যে বীজ বপন করা হয়, সেটাই ভালো উৎপাদন হয়। এ কারণে সামনের দিন কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্য রেখে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। আমরা দায়িত্ব পেলে এই এলাকায় কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে।’

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ।

কর্মিসভা সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গুলশান শুটিং ক্লাবের সামনে মাথায় গুলি করে যুবককে হত্যা

খুলনায় জমে উঠেছে কেনাকাটা, ফুটপাতের দোকানগুলোতে ভিড় বেশি

যশোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

হামলার মামলায় নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান জেলে

যশোরে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আসামিকে থানায় মারধর

ঈদের আগে মুক্তি মিলল ভারতে পাচার ২১ নারী-শিশুর

ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনার পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেট পুড়ে ছাই