Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

‘ভারতীয় আগ্রাসন’-এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

খুবি প্রতিনিধি

‘ভারতীয় আগ্রাসন’-এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করা এবং ‘দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে হাদী চত্বরে এসে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার দেশ ডুবল কেন, সরকারের কাছে জবাব চাই’, ‘আবরার তোমায় মনে পড়ে, ভারত যখন পানি ছাড়ে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ভারত অসময়ে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখে, আর অসময়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আমরা ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব চাই না। আন্তর্জাতিক আইনের মাধ্যমে এর সমাধান করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ বলেন, ‘কোনো সতর্কতা ছাড়া এভাবে বাঁধ ছেড়ে দেওয়া ভারতের উচিত হয়নি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বাংলাদেশকে বিপদে ফেলে ভারত ভালো থাকতে পারবে না।’খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ