Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

আগামীকাল ছিল মালয়েশিয়ার ফ্লাইট, সকালে দুর্ঘটনায় নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আগামীকাল ছিল মালয়েশিয়ার ফ্লাইট, সকালে দুর্ঘটনায় নিহত

আগামীকাল সোমবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আহাদ আলীর (২৪)। আজ রাতেই তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার সকালে এক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

জানা গেছে, মেহেরপুরের গাংনীতে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক মোটরের বেল্টের ওপর পড়ে আহাদ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে গাংনী পৌর শহরের থানাপাড়ার মাঠপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহাদ আলী গাংনী থানাপাড়ার মাঠপাড়া এলাকার কৃষক মো. আজিমুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আহাদ আলী সকালে বাড়ির পাশে একটি মোটরে গোসল করতে যান। গোসল করার জন্য গর্তে নামতে গিয়ে পা পিছলে মোটরের বেল্টের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য আজ রাতেই আহাদ আলীর বাড়ি থেকে ঢাকায় রওনা হওয়ার কথা ছিল। তাঁর ফ্লাইট ছিল আগামীকাল সোমবার।

আহাদ আলীর বাবা আজিমুদ্দীন বলেন, ‘আমার ছেলে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। সন্তানের মরদেহ বহন করা যে কত কঠিন, তা বোঝানো যাবে না।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল আল মারুফ বলেন, হাসপাতালে আনার আগেই আহাদ আলীর মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই