Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাবার মিশুকের নিচে পড়ে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

বাবার মিশুকের নিচে পড়ে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় বাবার মিশুক (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) চাপায় সামিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দুইটার দিকে পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী-আমজামতলা সড়কের বাড়িয়ালী পশ্চিমপাড়ার জনৈক আজিজের বাড়ির সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সামিউল ইসলাম উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মাইনুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।

শিশুটির বাবার বরাত দিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, মাইনুল ইসলাম দুপুর ২টার দিকে ছেলে সামিউলকে নিয়ে মিশুকটি চালাচ্ছিলেন। এ সময় ছেলে গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি ছেলেকে ধরতে যান। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ছেলের মাথার ওপর পড়ে। এতে সামিউলের মাথার বাম পাশে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টায় শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। শিশুটির স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতির চেষ্টা করছিলেন। 

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’

সাতক্ষীরায় মাছের ঘের পাহারাদারের লাশ মিলল পাশের ধানখেতে

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

ওষুধ নেই, সংকট লোকবলেরও