Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল ইবি, মহাসড়কে এক ঘণ্টা অবস্থান শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল ইবি, মহাসড়কে এক ঘণ্টা অবস্থান শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে গত শুক্রবার থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১১টায় উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান নেন। শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টা আল্টিমেটামের আজকে শেষ দিন। আজকের মধ্যে ভিসি না দিলে চূড়ান্ত আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আর নয় আর নয়, ক্লাস চাই পরীক্ষা চাই’, ‘অবিলম্বে ভিসি চাই, সেশনজটের কবর চাই’, ‘সংস্কারমনা ভিসি চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের সব জায়গায়ই উপাচার্য নিয়োগ হচ্ছে। অথচ আমাদের এখানে কোনো এক অদৃশ্য কারণে নিয়োগ হচ্ছে না। এতে আমাদের শিক্ষা জীবনের হুমকির মুখে পড়েছে। আমরা ক্লাসে ফিরতে চাই। 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শীর্ষ পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়