হোম > সারা দেশ > খুলনা

এমপিদের মাথা কেটে নেওয়ার হুমকি, পিতা-পুত্র আটক

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যদের মাথা কেটে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার তাঁদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা নামক গ্রামের মৃত ইমান আলী মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (২১)। 

জানা গেছে, ফেসবুকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে ওই পিতা-পুত্রকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০৮টি সিম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পেশায় মসজিদের একজন ইমাম ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ঝাড়ফুঁক তাবিজ দেন বিভিন্ন মানুষকে। তাঁর ছেলে নুরুল ইসলাম ইউসুফ মানসিক সমস্যায় কিছুদিন পূর্বে তিনি পাবনা পাগলা গারদে ছিলেন বলেও সূত্রে জানা যায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই এমপিকে হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্র আটক হয়েছেন। তবে বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার