ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ডায়না চত্বর, আমবাগান এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের আঙিনাগুলো ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৮ শত ৫০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ৬ হাজার ৭৬৭ জন ও অনুপস্থিত ছিলেন ৮৩ জন।
পরীক্ষা দিতে আসা সাইফুল বলেন, পরীক্ষার প্রশ্ন স্বাভাবিক হয়েছে। পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় নাই। গেট থেকেই বিভিন্ন সংগঠন, রোভার, বিএনসিসি ও ছাত্রলীগ থেকে সহযোগিতা পেয়েছি।
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে ভালোই হয়েছে। আমরা বাড়ির কাছেই সন্তানদের এনে পরীক্ষা দেওয়াতে পেরেছি। ফলে ভোগান্তি কমেছে।
হলগুলো পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ইউনিট সমন্বয়কারী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান, তথ্য কর্মকর্তা সাহেদ হাসান প্রমুখ।