পতাকা হাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন গীতা বালাকৃষ্ণ নামে এক আর্কিটেক্টস নারী। সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে ধরতে এবং আর্কিটেক্টসদের সামাজিক দায়িত্ব নিয়ে সচেতন করতে এই যাত্রা করেন তিনি।
আজ বুধবার বিকেলে ওই নারী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এর সদস্য শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানান।
আগামীকাল বৃহস্পতিবার ভোরে তিনি বেনাপোল থেকে ঝিনাইদহ-নড়াইল হয়ে ঢাকা যাবেন। এর আগে একই বার্তা নিয়ে ১৭০০ কিলোমিটার পায়ে হেঁটে দিল্লি যান বলে জানান এই নারী।