Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাজীপুরের আ.লীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি, খুলনায় যুবদল নেতাসহ আটক ৫

খুলনা প্রতিনিধি

গাজীপুরের আ.লীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি, খুলনায় যুবদল নেতাসহ আটক ৫
খুলনায় আটক যুবদল নেতাসহ পাঁচজন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হাসান পিয়ারুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

আটক অন্য চারজন হলেন জাতীয় নাগরিক কমিটি খুলনার কথিত সদস্য ইমন মোল্লা, জিয়াউস সাদাত, জয় হাসান ও সাকিব রহমান।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপহৃত গাজীপুর জেলার শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে তিনি খুলনায় অবস্থান করতেন।

গত শুক্রবার রাতে ওই ব্যবসায়ী উল্লেখিত আসামিদের হাতে অপহৃত হন। তাঁকে বসুপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয়। বিষয়টি জানিয়ে ছেলেকে মোবাইল ফোনে ওই ব্যবসায়ী বলেন যে, তাঁকে মুক্তি পেতে হলে অপহরণকারীদের ১ কোটি টাকা দিতে হবে।

তৈমুর ইসলাম বলেন, নুর আলমের ছেলে মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানান। পরে গোয়েন্দা পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যদের ময়লাপোঁতা হোটেল গ্র্যান্ড প্লাসিডের কাছে আসতে বলা হয়। টাকা নিতে এলে জাতীয় নাগরিক কমিটির কথিত নেতা ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের আটক করার পাশাপাশি আওয়ামী লীগ নেতা নুর আলমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

খুলনায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ভবন কর্তৃপক্ষের জিডি

তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ

যবিপ্রবির সাবেক ভিসি ড. আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল মা–ছেলের, হাসপাতালে বাবা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

আবরারের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবি

বেনাপোল বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদের পোশাক কেনা হলো না বিপুলের, সড়কে গেল প্রাণ

কৃষক দলের নেতা নাছিরের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা