পাইকগাছায় ওসমান মল্লিক (৪৭) নামে চেক ডিজঅনার মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ওসমান মল্লিককে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন ও সহকারী উপপুলিশ পরিদর্শক পলাশ হোসেন উপজেলা গদাইপুর এলাকা থেকে ঘোষাল গ্রামের ওসমান মল্লিককে গ্রেপ্তার করেন। ২০২১ সালের একটি চেক ডিজঅনার মামলায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করেন। তিনি এত দিন পালাতক ছিলেন।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্ত আসামি ওসমান মল্লিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।