হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জের পানগুছি নদীতে যুবকের অর্ধগলিত লাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হাওলাদার (২৭) মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনেরা জানান।

মিলন রিকশা ভ্যান চালানোর পাশাপাশি সুন্দরবন থেকে মাছ ধরে করে বিক্রি করতেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে আছে।

আজ সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীর বদনিভাঙ্গা এলাকায় ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায় বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ বা কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ‘ওই যুবক কাজের জন্য প্রায় দেরিতে ঘরে ফিরতেন। তবে গতকাল রোববার পর্যন্ত বাড়ি ফিরে না আসায় মৌখিকভাবে থানায় নিখোঁজের অভিযোগ দেওয়া হয়।’

স্থানীয় কাউন্সিলর ও নিহতের ফুপাতো ভাই ইউনুস সরদার বলেন, ‘গত শনিবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিলেন মিলন। কীভাবে মারা গেল, কীভাবে কী হলো আমরা কিছুই বলতে পারছি না।’

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই