হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পাটবোঝাই ট্রাকে আগুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝায় একটি চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার দুপুরে উপজেলার থানার মোড় এলাকায় সাগর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার মোড় এলাকায় সাগর ফিলিং স্টেশনের সামনে চলন্ত ওই ট্রাকে আগুন দেখে সাধারণ মানুষেরা চিৎকার শুরু করে। পরে ট্রাকচালক বিষয়টি দেখে তাৎক্ষণিক ট্রাকটি থামান। এ সময় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকচালক জাফিরুল বলেন, ‘পাটবোঝাই ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-২৮১৯) নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে লোকজন আগুন-আগুন বলে চিৎকার করতে থাকলে আমি গাড়ি থামিয়ে দেখি পাটে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গাড়ির প্রায় সব পাট পুড়ে যায়।’

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার পাশে বিদ্যুতের তারের সট সার্কিটের কারণে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার