Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কোনো আন্তর্জাতিক চাপ নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার

মেহেরপুর প্রতিনিধি

কোনো আন্তর্জাতিক চাপ নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ আজ বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার লঞ্চিং উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেন, ‘স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে সকল নির্বাচনে আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিল। কখনই কোনো চাপের কাছে মাথা নত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপ নয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার।’ 

নির্বাচনকালীন সরকার, না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে কবীর বিন আনোয়ার বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার বলেন, ‘দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার লঞ্চিংয়ের উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইনভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালী মোকাবিলা করা হবে। এ ছাড়াও কোনো অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে, সে জন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর নাম ডেটাবেইস থাকবে।’ 

স্মার্ট কর্নার লঞ্চিং উদ্বোধন শেষে কবীর বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীনসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের