Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে ঘন কুয়াশায় গাড়ির লাইটে চলতে হয় রাস্তা, ভয় দুর্ঘটনার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

গাংনীতে ঘন কুয়াশায় গাড়ির লাইটে চলতে হয় রাস্তা, ভয় দুর্ঘটনার
গাংনীতে ঘন কুয়াশায় গাড়ি চলছে লাইট জ্বেলে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে কুয়াশার তীব্রতা থাকায় সড়কে আলো জ্বেলে যানবাহনগুলোকে পথ চলতে হচ্ছে। তাতে একদিকে গাড়ি চলছে ধীরগতিতে, তেমনি দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।

অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় রাস্তা ঢেকে ছিল। তারপরও পেটের তাগিদে বের হতে হয়। ধীরে ধীরে গাড়ি চলে, তবু ভয় লাগে। রাস্তায় যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। তবু কুয়াশা ভেদ করে দেখা কষ্টকর হয়।

আলগামন চালক মো. রাজ্জাক আলী বলেন, ‘আমরা ভাড়ায় ইটের ভাটায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’

পাখি ভ্যানচালক মো. শামীম হোসেন বলেন, ‘কুয়াশায় ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সামনের ছোট লাইটে পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। দুর্ঘটনার কথা মনে পড়লে ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায়, গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’

উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, ‘আগেও কয়েক দিন হালকা কুয়াশা দেখেছি। তবে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভয় হয় রাস্তায় দুর্ঘটনা ঘটার। তাই সবাইকে যানবাহন নিয়ে সাবধানে চলাচল করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শীত আসছে। তারই অংশ হিসেবে ভোরে কুয়াশার দেখা মিলছে। বিশেষ করে গ্রাম এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে। তবে এই কুয়াশায় ফসলের কোনো ক্ষতি হবে না।

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা