কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও মাইক্রোবাস শ্রমিকদের দেওয়া পরিবহন বন্ধের ঘোষণা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিবহন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের ঘোষণা দেওয়া হয়। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়ার সর্বত্র পরিবহন চলাচল বন্ধের এই ঘোষণা দেয় পরিবহন মালিকদের কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিবহন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন নেতৃবৃন্দের বক্তব্য শুনে জেলা প্রশাসক পরিবহন নেতাদের আশ্বাস দেন এবং আগামী ৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ৫ জানুয়ারি পর্যন্ত পরে তাঁদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেন।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘জেলা প্রশাসক আমাদের কাছ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন। তিনি ৫ জানুয়ারির পর আমাদের সঙ্গে আবারও বসার ইচ্ছা পোষণ করেছেন। তিনি ১ জানুয়ারি থেকে যানবাহন চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালে আমরা জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যানবাহন চলাচল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’