Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট স্থগিত

কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও মাইক্রোবাস শ্রমিকদের দেওয়া পরিবহন বন্ধের ঘোষণা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিবহন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে গত মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের ঘোষণা দেওয়া হয়। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়ার সর্বত্র পরিবহন চলাচল বন্ধের এই ঘোষণা দেয় পরিবহন মালিকদের কয়েকটি সংগঠন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিবহন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন নেতৃবৃন্দের বক্তব্য শুনে জেলা প্রশাসক পরিবহন নেতাদের আশ্বাস দেন এবং আগামী ৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ৫ জানুয়ারি পর্যন্ত পরে তাঁদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেন। 

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘জেলা প্রশাসক আমাদের কাছ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন। তিনি ৫ জানুয়ারির পর আমাদের সঙ্গে আবারও বসার ইচ্ছা পোষণ করেছেন। তিনি ১ জানুয়ারি থেকে যানবাহন চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালে আমরা জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যানবাহন চলাচল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’ 

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ