Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে খেলার মাঠেই দম বন্ধ হয়ে আবু সাঈদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ উপজেলার তেঁতুলবেড়িয়া গ্রামের জোবেদ আলীর ছেলে। 

সে করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং সাহেবনগর জামে মসজিদে ইমামতি করত। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবু সাঈদ বন্ধুদের সঙ্গে গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। খেলা শুরুর কিছুক্ষণের সে দম বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার বলেন, `আবু সাঈদ খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আবু সাঈদ দশম শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার তার কোরআন পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না। আমরা এক মেধাবী ছাত্র হারালাম।' 

করমদী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মো. আবু জাফর বলেন, `আবু সাঈদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিল। মেধাবী হওয়ার কারণে সে এই বয়সে ইমামতির ও দায়িত্ব পেয়েছিল। তার এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।' 

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন