Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ২৮৯টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কার্যক্রম শুরু হয়েছে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্র রয়েছে। প্রায় ৩ হাজারটি ইভিএমে ভোট হবে। সবগুলো কেন্দ্রে মোট ২ হাজার ৩১০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৩১টি ওয়ার্ড এবং ৫ লক্ষ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৬৯৬ জন।

কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভোট দেবেন। খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নির্বাচনে সংরক্ষিত আসনে ৩৯ নারী প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ৯ ও জামায়াতে ইসলামীর ৫ প্রার্থী ছাড়া আওয়ামী লীগের ১৬১ প্রার্থী।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ