হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম, অর্ধলাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করায় এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের নাগের বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

নামহীন ওই কারখানার মালিক তাছলিমা বেগমকে এ জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আজকের পত্রিকাকে জানান, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় গাড়ির চাপায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’

প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না। এ ছাড়া কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল বলে জানান আব্দুল্লাহ আল ইমরান।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন