Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় চিংড়িঘেরে ভাসছিল যুবকের লাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়িঘেরে ভাসছিল যুবকের লাশ

খুলনার পাইকগাছায় চিংড়িঘেরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় আরেক যুবক ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। 

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক মাছ চুরি করতে গিয়ে মারধরে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

নিহতের নাম বিশ্বজিৎ সানা (৩০)। তিনি উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বজিৎ সানা নামে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত রোববার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের লোকজন আর তাঁকে বাড়িতে পায়নি। সেদিন থেকে তাঁকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজকে (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সুশান্ত নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী পঙ্কজ সরদারের চিংড়িঘেরে তাঁর লাশ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশকে জানানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘এলাকাবাসী জানিয়েছে, বিশ্বজিৎ বিভিন্ন চিংড়িঘের থেকে রাতে চুরি করে মাছ ধরত। কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ পরকীয়া ও চুরির ঘটনা মাথায় নিয়ে তদন্ত করছে।’

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর