জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লেগে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম (৭৫) নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম কার্পাসডাঙ্গা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাশেম মোটরসাইকেলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজের বাড়ি থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ভবনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।