Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল নৌকার নির্বাচনী কার্যালয়

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল নৌকার নির্বাচনী কার্যালয়

মেহেরপুর–২ (গাংনী) আসনের হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাঁরা ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে যায়। 

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা নৌকার কর্মী মো. শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে তাঁর কাছে ফোন আসে কে বা কারা আগুন দিয়েছেন। 

শরীফুল ইসলাম বলেন, ‘আমি কাউকে সন্দেহও করতে পারছি না, কারণ কে আগুন দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না। এ কাজের সঙ্গে যারা জড়িত আছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

এই আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে হেমায়েতপুর নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর এর সঙ্গে যে বা যাহারা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তাঁরা। 

গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘আজ শুক্রবার ভোরে যে ঘটনাটা ঘটেছে তা আমরা শুনেছি। প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করবে তাদের কোনো রকমই ছাড় দেওয়া হবে না।’

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার