হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ২। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের চাপায় এক ভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের সাহেবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪৫) ও ভ্যানের আরোহী একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার (৭০)।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে।

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ২। ছবি: সংগৃহীত

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। তাতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ভ্যানসহ কাভার্ডভ্যান রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানের চালকসহ আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার