Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবিতে আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবি কর্মকর্তা-কর্মচারীদের

ইবি প্রতিনিধি

ইবিতে আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবি কর্মকর্তা-কর্মচারীদের

গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকে এখানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির বিষয়ে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা চালু হওয়ার পরও ভর্তি পরীক্ষায় আবেদন করার ন্যূনতম যোগ্যতার শর্তে ২০২০-২১ শিক্ষাবর্ষে পোষ্যদের ভর্তি করা হয়েছে। অথচ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তির কোনো বিশেষ সুযোগই রাখা হয়নি।

এই দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই ৩ ঘণ্টা ও ৩১ জুলাই ৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন। এরপরও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে নতুন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীর ভর্তির আবেদনের জন্য ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘গুচ্ছ একটি অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে ৷ তারা কোটাধারীদের জন্য কোনো বিশেষ সুবিধা রাখেনি। আমাদের সন্তানদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলেই তাদের ভর্তি নিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে পোষ্যদের যোগ্যতা শিথিল করে ভর্তি কার্যকরে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। গত ১৮ জুলাই শিক্ষক সমিতির অষ্টম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়। তাই আমরা গুচ্ছের কেন্দ্রীয় কমিটির কাছে এ বিষয়ে চিঠি পাঠাব।’

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়