Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে ছেলের আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে ছেলের আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গায় টাকা না পেয়ে বাবা ও মাকে কুপিয়ে রক্তাক্ত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন সোহেল নামের এক যুবক। গতকাল বুধবার রাতে পৌর এলাকার বেলগাছি বকচর পাড়ায় এই ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। 

জানা যায়, সোহেল বাবার কাছে টাকা না পেয়ে রাগে তার বাবা আশরাফুল ইসলাম (৪৫) ও মা সাবান খাতুন (৪০) 'কে কুপিয়ে জখম করে নিজের ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম ও সাবানা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও পরিবারের লোকজন বলেন, বুধবার রাতে নেশা করে বাড়ি ফেরেন সোহেল। তিনি তাঁর বাবা আশরাফুল ইসলামের কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে পারবে না বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবা ও মাকে আঘাত করেন সোহেল। এতে তাঁরা রক্তাক্ত হন। পরে ছেলের ভয়ে রক্তাক্ত শরীর নিয়ে বাড়ির বাইরে চলে তাঁর বাবা–মা। এ সময় সোহেল তাঁর ঘরে প্রবেশ করে এবং ঘরের দরজা জানালা আটকে আগুন লাগিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ঘরের দরজা ভেঙে সোহেলকে উদ্ধার করে থানায় নেয়।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় আশরাফুল ইসলাম ও সাবান খাতুনকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেন। 

আহত আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, সোহেল রাজমিস্ত্রির কাজ করে যে টাকা পায় নেশা করে সব শেষ করে। বুধবার রাতে নেশা করে বাড়ি ফিরে তাঁর কাছে টাকা চান। টাকা না দিলে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

এ দিকে ঘটনা শোনার পরে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শক করেন। জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে যায় এবং আশরাফুল ইসলাম ও সাবানা খাতুনকে নিরাপদ স্থানে নেয়। পরে ঘরের দরজা ভেঙে সোহেলকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সোহেলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের