হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ দম্পতি গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ২২
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—ওই এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী কমেলা বেগম (৩৪)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, আনোয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার সীমান্তবর্তী এলাকার অস্ত্র মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছেন।

ওসি নাজমুল হুদা বলেন, বেলা ৩টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

দুই কারণে ৩ জাতের আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

আ.লীগ সরকারের সময়ে দখলে নেওয়া জমি উদ্ধার

সেকশন