হোম > সারা দেশ > খুলনা

স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানল শীতের কারণে পাঠদান বন্ধ

দেবাশীষ দত্ত, কুষ্টিয়া

তীব্র শীতের কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুষ্টিয়ার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকাল ৭টায় কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার আজকের পত্রিকাকে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আজ স্থানীয় আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, বিরূপ আবহাওয়ার কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে আসায় তিনি সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

তবে এভাবে সিদ্ধান্ত নেওয়াকে দায়সারা ও কাণ্ডজ্ঞানহীন বলছেন শিক্ষক ও অভিভাবকেরা। আগের দিনের আবহাওয়া ও পূর্বাভাস পর্যবেক্ষণ না করে হঠাৎ সিদ্ধান্তের এই ছুটি নিয়ে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। 

অভিভাবকেরা বলছেন, বেশির ভাগ শিক্ষার্থী স্কুলে যাওয়ার পর জানতে পারে শীতের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্য অভিভাবকের ফোনকল পেয়ে জানতে পেরেছেন। 

সকাল ১০টা ৯ মিনিটে কুষ্টিয়ার জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় বন্ধ থাকা প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত দুটি অফিস আদেশ পোস্ট করা হয়েছে। সেখানে শৈত্যপ্রবাহের কারণে মঙ্গলবার কুষ্টিয়া জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 

তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া স্বাভাবিক (১০ ডিগ্রি সেলসিয়াস) না হওয়া পর্যন্ত কুষ্টিয়া জেলার সব পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও প্রাথমিকের কয়েকজন শিক্ষক জানান, জেলায় সর্বনিম্ন ৯, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে প্রাথমিকের স্কুল বন্ধের নির্দেশনা রয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। অথচ আগের দিনের আবহাওয়া পর্যালোচনা না করে মঙ্গলবার সকালে মৌখিকভাবে জানানো হয়েছে স্কুল বন্ধ থাকবে। শিক্ষার্থীরা এসে ফিরে গেছে। 

কুষ্টিয়ার কুমারখালীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, সোমবার কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত তাপমাত্রা কমছে। 

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, ‘আমরাও বিষয়টি দেরিতে জেনেছি। ব্যাপারটি নিয়ে দুই শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলা হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন