খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আসবাবপত্র। গতকাল শনিবার রাতে কে বা কারা পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনের জানালা দিয়ে আগুন দেয়। এ সময় অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইখতেখারুল ইসলাম শামীম ও পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান।
এদিকে আজ রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর সদরে মিছিল বের করেন। মিছিলটি বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, সম্পাদক ফাইমিন সরদার প্রমুখ।