হোম > সারা দেশ > খুলনা

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

খুলনা প্রতিনিধি

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়নকাজে ২৬ লাখ টাকার অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালায় দুদক।

এ সময় তাঁরা সরেজমিন যাচাই করে ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার পাঁচটি আইটেম সিভিলের কাজ এবং মেকানিক্যালের দুটি কাজের বিষয় তদন্ত করেন। যার মধ্যে ২৬ লাখ টাকার কাজের কোনো অস্তিত্ব পায়নি দুদক কর্মকর্তারা। এ ছাড়া একটি গুদাম ঘরের ফ্লোরের ইট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ঠিকাদারের কাজে ব্যবহার করা হয়েছে। যার বিলও প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, স্ক্রাব মালামাল বিনা অনুমতিতে বিক্রির জন্য প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপের দুটি কাজের মধ্যে ২৬ থেকে ২৭ লাখ টাকার একটি কাজ পাওয়া যায়নি। এ ছাড়া বাকি যে চারটি কাজ পাওয়া গেছে তার যে বিল দেখানো হয়েছে, তার অনেক কম অংশের কাজ হয়েছে। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯ কোটির প্রকল্প, নেই সুফল

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল নিয়ে যুবদল নেতা মানিক হত্যাকাণ্ড

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

এমএম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে

লীগ বলয়ের সন্ত্রাসী রাকিবের বিএনপিতে ভেড়ার চেষ্টা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সেকশন