হোম > সারা দেশ > খুলনা

জ্বালানি সাশ্রয়ে ইবিতে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস

ইবি প্রতিনিধি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার এ ক্লাস নেওয়া হবে। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এ অবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সব শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা সোমবারে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চলবে। 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, এমনিতেই সপ্তাহে দুই দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) ক্যাম্পাস বন্ধ থাকে। এখন তো তিন দিন বন্ধ হয়ে গেল। করোনার পর সব বিভাগ কমবেশি সেশনজটে পড়েছে। এখন আবার অনলাইন ক্লাস। এতে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

সেকশন