খুলনার পাইকগাছায় শিবসা নদীর চরে একটি ডলফিন আটকা পড়ে গিয়েছিল। অনেকটা সময় চরে আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ে ডলফিনটি। এলাকাবাসী উদ্ধার করে নদীতে ছাড়ার সময় মারা যায় এটি। আজ সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৬টার দিকে পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চরে আটকা পড়া অবস্থায় ডলফিনটি খুঁজে পাওয়া যায়। রাতের জোয়ারের সময় মাছ শিকার করতে গিয়ে ওটা চরে উঠে আটকা পড়ে বলে ধারণা তাঁদের। অনেকক্ষণ চরে আটকে থাকায় এটি অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধার করে নদীতে ছাড়ার সময় ডলফিনটির মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ভবেন্দ্র নাথ সানা বলেন, সকালে উঠে দেখি নদীর চরে বিশাল আকারের একটা কিছু আটকে আছে। পরে দেখা গেল এটি একটি ডলফিন। উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় মারা যায়।
পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘আমরা যখন সংবাদ পেয়েছি তার আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে। এটাকে দেখতে হাজার হাজার মানুষ শিবসা নদীর চরে ভিড় জমায়।’