হোম > সারা দেশ > খুলনা

প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫: ৫২
নাইম ইসলাম। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন জানান, ভালাইপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি হাসপাতালের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তাতে আহত হয়ে ঘটনাস্থলেই নাইম মারা যায়।

নাইমের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল নাইম। এর কিছুক্ষণ পর জানতে পারি সে অ্যাক্সিডেন্ট করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হরিণাকুণ্ডুতে গুঁড়িয়ে দেওয়া হলো সেই ইটভাটার করাতকল

আ.লীগ নেতাকে হাতুড়িপেটার অভিযোগ যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে

কোটচাঁদপুরে পুলিশের সোর্স কওসারকে কুপিয়ে হত্যা

সেকশন