খুলনা প্রতিনিধি
খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার খুলনা রিজিওনাল ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হতে পারে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি আড়ংঘাটা এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করছিলেন। তাঁর নাম-পরিচয় কেউ জানে না।
তিনি বলেন, যে গরম পড়েছে-তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।