Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবিতে র‍্যাগিং কাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগের নেত্রীরা স্থায়ীভাবে হল ছেড়েছেন

ইবি প্রতিনিধি

ইবিতে র‍্যাগিং কাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগের নেত্রীরা স্থায়ীভাবে হল ছেড়েছেন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে পাঁচজন অভিযুক্ত শিক্ষার্থীর নাম উঠে এসেছে। হল প্রশাসন জরুরি সভায় ১ মার্চের মধ্যে তাঁদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিল। তাঁরা সবাই হল ছেড়েছেন বলে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

এ ছাড়া হল সংযুক্ততা বাতিলের জন্য প্রশাসন বরাবর সুপারিশ করা হয়েছে। উপাচার্য ঢাকায় থাকায় এই সিদ্ধান্ত অবশ্য ঝুলে আছে।

হল ছেড়ে যাওয়া ছাত্রীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামছুল আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পর ওই দিন সন্ধ্যায় অন্তরা ও তাবাসসুম হল ত্যাগ করেন। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে গতকাল ও আজ অন্য সবাই হল ছেড়েছেন। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হল ত্যাগের নির্দেশনা ছিল।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক ছাত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তাঁর অনুসারীরা সেদিন তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি ঘটনার সত্যতা পায়।

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’

সাতক্ষীরায় মাছের ঘের পাহারাদারের লাশ মিলল পাশের ধানখেতে