খুলনার পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পাইকগাছা প্রেসক্লাবে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সস্পাদক তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ চন্দ্র মণ্ডল, পাইকাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান।
বক্তব্য দেন শংকর কুমার দেবনাথ, অজিয়ার রহমান, মিজানুর রহমান, পূর্ণ চন্দ্র মণ্ডল, জয় দেবকৃষ্ণ রায়, গোবিন্দ মণ্ডল, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মণ্ডল, নিয়ামুল হক, মানব কুমার মণ্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াসিন আলী, নিরঞ্জন রায়, রেজাউল করিম, শহিদুল ইসলাম, পীযূষ কান্তি সানা, এস এম এম আব্দুল জব্বার।
সভার আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।