হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪: ০৪
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত এক মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। আহত মো. হুসাইন (২২) কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে পাইকগাছা থেকে কাজ সেরে রুহুল আমিন ও ফিরোজ বাড়ি ফিরছিলেন। অন্যদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হুসাইন পাইকগাছায় যাচ্ছিলেন। খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বিচুলি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করতে গিয়ে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাঁদের মৃত্যু হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। আহত হুসাইন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ দম্পতি গ্রেপ্তার

আ.লীগ সরকারের সময়ে দখলে নেওয়া জমি উদ্ধার

ঝিনাইদহে কাঠ কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২

সেকশন