অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরর অভয়নগরে একটি সুপার শপের নারী কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার নওয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত নারী কর্মী বিথি খাতুন (২৩) অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে। তিনি নওয়াপাড়া বাজারে একটি সুপার শপে বিক্রয়কর্মীর চাকরি করেন।
অন্যদিকে হামলাকারী ব্যক্তি আহত নারীর সাবেক স্বামী হবিরুল ইসলাম অভি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভাঙ্গাবো গ্রামের বাসিন্দা এবং চাকরিচ্যুত সেনা সদস্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোবিন্দ পোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে আহত বিথি খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ২টার দিকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুরের দিকে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৩০৪৮) অভয়নগরের ওই সুপার শপের সামনের রাস্তায় পার্ক করে। এ সময় কারটি থেকে এক যুবক সুপার শপের ভেতরে ঢুকে। পরে তিনি সুপার শপের বিক্রয়কর্মী বিথি খাতুনের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে প্রাইভেট কারটিকে নুরবাগ বাসস্ট্যান্ড এলাকায় আটক করে। এ সময় কারের চালক ও হামলাকারী যুবককে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ প্রাইভেট কারের চালকসহ হামলাকারী যুবককে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহতের নারীর চাচা জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালে অভির সঙ্গে আমার ভাইজি বিথি খাতুনের তালাক হয়ে যায়। এরপর থেকে আমার ভাইজিকে পথেঘাটে বিরক্ত করে অভি। আজ ভাইজির কর্মস্থলের ভেতরে ঢুকে হত্যার উদ্দেশে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে আটক করেছে।’
হবিরুল ইসলাম অভি বলেন, ‘আমার সাবেক স্ত্রী বিথি খাতুন মোবাইল করে আমাকে সুপার শপটিতে আসতে বলে। সেখানে পৌঁছালে সে আমার কাছে একটি দুইতলা বাড়ি ও ২০ লাখ টাকা দাবি করে। দাবি পূরণ করলে সে পুনরায় বিয়ে করে আমার ঘরে ফিরে যাবে বলে আশ্বাস দেয়। শর্তে রাজি না হলে সে আমার ওপর চড়াও হয়ে মারপিট শুরু করে। একপর্যায়ে বাঁচার জন্য কাছে থাকা ছুরি দিয়ে আমি তাঁকে আঘাত করি। নিজেকে বাঁচানোর জন্য ছুরিকাঘাত করতে বাধ্য হয়েছি।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ‘নুরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে আহত অবস্থায় হবিরুল ইসলাম অভি নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, সুপার শপে কর্মরত ওই নারীর সঙ্গে আটক যুবকের পূর্বের কোনো সম্পর্ক ছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার নওয়াপাড়া হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।’