Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

 ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে খুমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

 ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে খুমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও এমবিবিএস পরীক্ষায় সিজিপিএ বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে খুলনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল তাঁরা ক্যাম্পাস থেকে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা সিজিপিএ বাতিল এবং ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে স্লোগান দেন। 

মানববন্ধনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, ‘ক্যারি অন’ হলো প্রফে ফেল করার পরও পরের বর্ষে ক্লাস করতে পারা। এই পদ্ধতি এই বছর থেকে বাতিল করা হয়েছে। এ কারণে প্রফে ফেল করা অনেক শিক্ষার্থীরা তাঁদের সেশনের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে পারবে না। তাদের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে। এটি এ বছর থেকে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হবে। 

শিক্ষার্থীরা বলেন, ‘এমবিবিএস পরীক্ষায় কখনো সিজিপিএ ছিল না। এ পদ্ধতিতে একজন ডাক্তার হয়েও সমাজে ছোট হতে হবে। আমাদের দাবি—আগে যেমন ক্যারি অন পদ্ধতি ছিল তা বহাল করা এবং সিজিপিএ বাতিল করতে হবে। আর তা না হলে সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গোড়ে তুলে তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য করবে।’  

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ