হোম > সারা দেশ > খুলনা

মোবাইলে গেম খেলার টোপে শিশু অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়ায় ১০ বছরের এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যায় হরিপদ খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে অপহরণ করা হয়। মোবাইল ফোনে গেম খেলার কথা বলে অপহরণকারীরা তাঁকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতরে নিয়ে যায়। পরে তাঁকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশ বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার বারাকপুর ও আশপাশের এলাকা থেকে পুলিশ তাঁর সহযোগী চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।

চারজন হলেন মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ, বায়জীদ বোস্তামী, ফয়সাল শেখ ও মো. হাসিব শেখ। তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার