Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দীর্ঘদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রশাসন

প্রতিনিধি, ইবি:

দীর্ঘদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রশাসন

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। দীর্ঘদিন পরে পূর্ণাঙ্গ প্রশাসন পেল এ প্রাঙ্গণ। একই সঙ্গে প্রতিষ্ঠার ৪২ বছরে এসে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে সদ্য বিদায়ী প্রশাসন। এর আগে নানা আন্দোলন-কোন্দলে কোন প্রশাসনই শান্তিপূর্ণভাবে মেয়াদ শেষ করতে পারেনি। 

জানা যায়, গত ২০ আগস্ট উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদের মেয়াদ ৪ বছর পূর্ণ হয়। এর ৪০ দিনের মাথায় (২৯ সেপ্টেম্বর, ২০২০) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। 

কোষাধ্যক্ষ পদের মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ ৮ মাস পর ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অধ্যাপক আলমগীর হোসেন ২০২০ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত একাংশের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উপাচার্য দপ্তরে যোগ দিয়ে সহকর্মী হিসেবে পান উপ-উপাচার্য শাহিনুর রহমান কে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শাহিনুর রহমানেরও উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ হয়। এর দীর্ঘ ৫ মাস পর ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

উপ-উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে ইবি পায় পূর্ণাঙ্গ প্রশাসন। পূর্ণাঙ্গ প্রশাসন পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই খুশি। 

পূর্ণাঙ্গ প্রশাসনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজকে গতিশীল করতে পূর্ণাঙ্গ প্রশাসনের বিকল্প নেই। আমি এসে সহকর্মী হিসেবে পেলাম উপ-উপাচার্যকে। কদিন পর উপ-উপাচার্যর মেয়াদ শেষ হয়ে গেল। তখন প্রশাসন চালাতে আমাকে হিমশিম খেতে হয়েছে। দপ্তরের বাইরে অতিরিক্ত কাজ করতে হয়েছে। আমি সরকারকে বারবার বলেছি গুরুত্বপূর্ণ পদে পদায়ন জরুরি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইবিতে পূর্ণাঙ্গ প্রশাসন উপহার দিয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি ইবি পরিবার কৃতজ্ঞ। 

১১ সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও বছরের পর বছর

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

কুষ্টিয়ায় ইনু-জর্জকে আদালতের কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে এজলাস উত্তপ্ত

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল