পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
গত শনিবার অব্যাহতির চিঠি পান এনামুল হক। তাতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক আব্দুল মজিদ বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগ করার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অপকর্মের কারণে তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছেন জেলার নেতারা।’
এ নিয়ে আজ সোমবার সকালে সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষ সাবেক চেয়ারম্যান এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য পৌর সদরের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে।