Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

‘আমার লাশ যাবে, আমি সহজে ফিরে যাব না।’

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

‘আমার লাশ যাবে, আমি সহজে ফিরে যাব না।’

এবিয়ের দাবিতে খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ নম্বর কৃষ্ণনগর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন বালার (৪৩) বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। তাঁদের চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন ওই নারী। গতকাল বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অবস্থান নেন তিনি। আজ বৃহস্পতিবারও তিনি মিলন বালার বাড়িতে অবস্থান করছেন। তাঁকে বিয়ে না করলে ওই বাড়ি ছাড়বেন না। প্রয়োজনে তাঁর লাশ যাবে বলে মন্তব্য করেন ওই নারী।

জানা গেছে, মিলন বালার স্ত্রী ও ১১ বছরের একটি ছেলে রয়েছে। এদিকে চার বছর আগে ওই নারীর স্বামী মারা যান। তাঁরও একটি সন্তান রয়েছে। চার বছর ধরে মিলন বালার তাঁর প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মিলন বালা তাতে রাজি হননি। এই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে বিয়ের দাবিতে তিনি মিলন বালার বাড়িতে এসে অবস্থান নেন।

প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে মিলন বালা বলেন, ‘আমি গতকালও (মঙ্গলবার) সুধার তাকে (ওই নারী) দুটো হাঁস কিনে দিয়েছি। তারপরও সে আজ আমার বাড়িতে এসে অবস্থান নিয়েছে। এ ঘটনায় যদি আমার ফাঁসিও হয়, আমি তাকে মেনে নেব না।’

তবে ওই নারী বলেন, ‘মিলনের বাড়ি থেকে আমার লাশ যাবে, আমি সহজে ফিরে যাব না।’

এ বিষয়ে রঘুনাথপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ তুষার কান্তি বিশ্বাস বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’  

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ