Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

যশোরে ভরণপোষণ না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। গতকাল সোমবার মণিরামপুরের ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি (৪৮) এ মামলা করেন। এ মামলায় তাঁর ছেলে আনিচুর রহমানকে (৩০) আসামি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

মামলার অভিযোগে জানা যায়, সেকেন্দার দফাদার ও চান্দু বিবির ছেলে আনিচুর রহমান। বাবা সেকেন্দার দফাদারের মৃত্যুর পর ছেলে তাঁকে ভরণপোষণ না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করেন। অভিযুক্ত আনিচুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা দাবি করে হুমকি দেন ও মারধর করেন। তাঁর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন আনিচুর। গত শনিবার আনিচুর চান্দু বিবিকে তাঁর নামে জমি লিখে দিতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন আনিচুর। এরপর মায়ের জমানো ৭৫ হাজার টাকা, গয়না ও মালামাল নিয়ে যান তিনি। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আনিচুর তাঁদের খুন করার হুমকি দেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেলের বিরুদ্ধে এই মামলা করেন। 

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’

সাতক্ষীরায় মাছের ঘের পাহারাদারের লাশ মিলল পাশের ধানখেতে

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

ওষুধ নেই, সংকট লোকবলেরও