নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদ্যাপিত হয়েছে। ফার্মেসি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ রজতজয়ন্তী উপলক্ষ্যে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মাদ এবাদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মাদ এবাদুল করিম বলেন, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফার্মেসি শিক্ষার প্রসারের ফলে এখন বছরে কয়েকশত গ্র্যাজুয়েট বের হচ্ছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্র্যাজুয়েটরা দেশের ওষুধ শিল্পসহ নানা পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, এখন আমরা ওষুধ শিল্পে ভালো করছি। কিন্তু এ অবস্থায় বসে থাকলে চলবে না। আমাদেরকে ফার্মেসি শিক্ষা ও গবেষণার ব্যাপ্তি ঘটাতে হবে। নতুন নতুন দিকে গবেষণা করতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে ফার্মেসির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে এগোতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন শিক্ষা ও গবেষণায় অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখানকার গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। এ ছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি এম মোসাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে দেশে ওষুধ শিল্পে অবদান রাখার জন্য ফার্মেসি ডিসিপ্লিনের পক্ষ থেকে বিকন মেডিকেয়ারের চেয়ারম্যান এবং বিকন ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এবাদুল করিম, এমপিকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।