মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন জানান, বোমা বিস্ফোরণ, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি রাতে বামন্দী মাদ্রাসা এলাকায় বোমা বিস্ফোরণ, ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় ঘটনার রাতেই বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।