Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় খাবারে চেতনানাশক মিশিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় খাবারে চেতনানাশক মিশিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

খুলনার পাইকগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের চার সদস্যকে অচেতন করে ৭ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের স্কুলশিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। চক্রটি খুব শিগগিরই গ্রেপ্তার হবে বলে আশা করছি।’ 

কাজল কুমার রায় তাঁতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। আজ শনিবার সকালে আমার মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পারি। এ সময় ওই শিক্ষক এলাকাবাসীকে ডেকে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাড়ি থেকে ১০ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।’ 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা জামান জানান, খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ার কারণে একটি পরিবারের চার সদস্য অচেতন হয়ে পড়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ছদ্মবেশে অপরাধী শনাক্ত করবে পুলিশের বিশেষ দল

কেসিসি প্রশাসকের বাজার দর পর্যবেক্ষণ

গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

দুই বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক, অবশেষে জেলে

কুয়েটের দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও