কুষ্টিয়া পৌরসভায় মেয়রের অফিসে দুর্ধর্ষ চুরি ও ওয়ার্ড কাউন্সিলর কৌশিকের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার শহরের বিজয় উল্লাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পৌরসভায় মেয়রের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের জন্য দাবি জানান।
শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন পৌরমেয়র আনোয়ার আলী। সমাবেশে কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা–কর্মচারীরা যোগ দেন।