মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম উপজেলার ছাতিয়ান গ্রামের মো. মছের উদ্দীন সর্দারের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ইসরাফিল হোসেনের নেতৃত্বে শনিবার রাতে অভিযান চালিয়ে বামন্দী বাজার থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তারের পর আজ রোববার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।